১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন স্যাটেলাইটের পথে রাশিয়ার মহাকাশ অস্ত্র

-

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা অন্যান্য উপগ্রহ পর্যবেক্ষণ ও আক্রমণ করতে সক্ষম বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন। বৃহস্পতিবার মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে রাশিয়ার প্লেসেটস্ক থেকে একটি সয়ুজ রকেট উৎক্ষেপিত হয়েছে। এতে কসমস ২৫৭৬ সহ অন্তত ৯টি উপগ্রহ মোতায়েন হয়েছে। এ ধরনের রাশিয়ান সামরিক ‘পর্যবেক্ষক’ মহাকাশযান স্থাপনকে বেপরোয়া মহাকাশ আচরণ প্রদর্শন হিসেবে দীর্ঘ দিন ধরে নিন্দা জানিয়ে আসছে মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের অংশ মার্কিন স্পেস কমান্ডের একজন মুখপাত্র গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রতীকী কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি এবং মূল্যায়ন করেছি যে এটি সম্ভবত একটি কাউন্টারস্পেস অস্ত্র যা সম্ভবত পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহকে আক্রমণ করতে সক্ষম। রাশিয়া এই নতুন কাউন্টারস্পেস অস্ত্রটি মার্কিন সরকারের স্যাটেলাইটের একই কক্ষপথে স্থাপন করেছে। কসমস ২৫৭৬ আগে মোতায়েন করা কাউন্টারস্পেস পেলোডগুলির সাথে সাদৃশ্যপূর্ণ। মার্কিন গুপ্তচর উপগ্রহের কাছাকাছি স্যাটেলাইট স্থাপনের অতীত রাশিয়ান কৌশলের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার মতে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কসমস ২৫৭৬ উৎক্ষেপণের আশা করছিল এবং মহাকাশে স্থাপনের আগে মিত্রদের তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছিল। উৎক্ষেপণে ভিন্ন কক্ষপথে মোতায়েন করা বেসামরিক উপগ্রহও অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার মহাকাশ প্রোগ্রাম ট্র্যাকিং বিশ্লেষক বার্ট হেন্ড্রিকক্স বলেছেন, সামরিক এবং বেসামরিক পেলোডের এই মিশ্রণটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।


আরো সংবাদ



premium cement