১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেবাননে ইসরাইলি হামলায় ৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

-

লেবাননে ইসরাইলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ হিজবুল্লাহ সদস্য। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলায় পাঁচ হিজবুল্লাহ সদস্য নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন বলে লেবাননের সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো সোমবার বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাকোরায় চারটি হামলা চালিয়েছে এবং এতে হিজবল্লাহর দুই সদস্য নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। এ ছাড়াও ইসরাইল মেস আল-জাবালের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রামে দু’টি অভিযান চালিয়েছে এবং দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এই ঘটনায় অন্য একজন আহত হয়েছেন। অন্য দিকে পূর্ব লেবাননের লেবানিজ-সিরিয়ান সীমান্তের আল-কুসাইর শহরে ইসরাইলি হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।
এ দিকে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারাও বেশ কয়েকটি ইসরাইলি স্থাপনায় আক্রমণ করে জবাব দিয়েছে। লেবাননে সাত মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্য দিকে ইসরাইল বলছে, লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে ১৪ সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


আরো সংবাদ



premium cement