চীনে নাগরিকদের মোবাইল চেক করার ক্ষমতা পাচ্ছে পুলিশ
- রেডিও ফ্রি এশিয়া
- ২২ মে ২০২৪, ০০:০৫
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ১ জুলাই থেকে স্মার্টফোন ও ল্যাপটপসহ ইলেকট্রনিক ডিভাইস অনুসন্ধানের ব্যাপক ক্ষমতা দেয়া হচ্ছে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশকে। রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়, গত ২৬ এপ্রিল রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জারি করা এই আদেশের মাধ্যমে পুলিশ কর্মকর্তারা নাগরিকদের মোবাইল ফোনের মেসেজ, ইমেইল, তাৎক্ষণিক মেসেজ ও গ্রুপ চ্যাট, নথি, ছবি, অডিওসহ তদন্ত সম্পর্কিত ইলেক্ট্রনিক ডেটা সংগ্রহ করার ক্ষমতা পেয়েছেন।
এই ক্ষমতার আওতায়, পুলিশ শুধু তাদের পুলিশ আইডি কার্ড দেখিয়ে তদন্ত করতে পারবে এবং প্রশাসনিক মামলার নিয়ম অনুসারে কমপক্ষে দু’জন অফিসার তাদের আইডি কার্ড উপস্থাপন করে প্রমাণ সংগ্রহ করতে পারবে। এই আদেশের মাধ্যমে পুলিশ সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে প্রাথমিক তথ্য এবং এমনকি একটি বেআইনি বা অপরাধমূলক কাজ হয়েছে কিনা তা নির্ধারণ করতে সঠিকভাবে তদন্ত করতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা