১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে অনড় রিয়াদ

সৌদির বার্তা নিয়ে ইসরাইলে মার্কিন কূটনীতিক

-

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বপূর্ণ সহকারী হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হঠাৎ করেই মধ্যপ্রচ্য সফরে এসে সৌদির সাথে বৈঠক করেছেন। ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেই তার এই দৌড়ঝাঁপ। এ ব্যাপারে সৌদিকে রাজি করাতে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকও করেছেন। সৌদির দাহরান শহরে গত শনিবার অনুষ্ঠিত ওই বৈঠকে এ দেশের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের খসড়া চুক্তি নিয়ে পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
কিন্তু এ ক্ষেত্রে সৌদি আরবও কিছু শর্ত জুড়ে দিয়েছে। এসব শর্ত নিয়ে আলাপ করতেই আবার ইসরাইল গেছেন শীর্ষ এ মার্কিন কূটনীতিক। জ্যাক সুলিভান রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সাথে বৈঠক করেন। এতে বন্দিমুক্তি, গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সৌদির স্পষ্ট বার্তা- জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে রিয়াদ কখনোই তেলআবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে না বলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দেন তাদের কাছে।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাচুক্তি নির্ভর করছে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ওপর। শনিবার বৈঠককালে সৌদি যুবরাজ মার্কিন ওই শীর্ষ কর্মকর্তাকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর, ত্রাণবহর না আটকাতে এবং ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে ইসরাইলকে রাজি করাতে বলেছেন। জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স- জেরুসালেম এবং রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
ইসরাইল যদি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত হয়, তবে সৌদি আরবের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ সৃষ্টি হবে বলে নেতানিয়াহুকে জানিয়েছেন সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কোনো অবস্থাতেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না।
সুলিভান রোববার ইসরাইলে যান। এর আগে তিনি বাইডেন প্রশাসনের ‘অখণ্ড মধ্যপ্রাচ্য অঞ্চল নিয়ে ব্যাপকভিত্তিক দর্শন’ নিয়ে সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ‘গঠনমূলক’ আলোচনা করেন। হোয়াইট হাউজ এ তথ্য দিয়েছে। কিন্তু দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবটি ইসরাইলের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে না। নেতানিয়াহু আবারো বলেছেন, তিনি ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না।


আরো সংবাদ



premium cement