৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মিরকে ভারতের অংশ বানাতে চান যোগী
- হিন্দুস্তান টাইমস
- ২০ মে ২০২৪, ০০:০০
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার ছয় মাসের মধ্যেই আজাদ কাশ্মির ভারতের অংশ হয়ে যাবে।
মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে এই দাবি করেন যোগী। এ সময় পালঘরে মুম্বাই নর্থ সেন্ট্রাল, ধুলে এবং পালঘরের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করছিলেন আদিত্যনাথ। নির্বাচনী জনসভা থেকে যোগী আদিত্যনাথ এমন দাবি করার পর ভারতের জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দেশটিতে নির্বাচনী দামামা বাজার পর থেকেই বিজেপি নেতাদের অনেকের মুখেই আজাদ কাশ্মির নিয়ে নানা দাবি ও মন্তব্য শোনা যাচ্ছিল। গেরুয়া শিবিরের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল, আজাদ কাশ্মির খুব শিগগিরই ভারতের সাথে জুড়ে যাবে। তবে এ ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেননি কোনো নেতাই।
এমনকি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, অজাদ কাশ্মিরের জনগণ নিজে থেকেই ভারতের সাথে জুড়ে যাবে। তবে যোগী আদিত্যনাথের এবারের দাবি সব মন্তব্য ও দাবিকে ছাড়িয়ে গেছে। এ জন্যই মূলত ভারতের জাতীয় রাজনীতিতে শোরগোল। ওই জনসভায় আদিত্যনাথ আরো বলেছিলেন, পাকিস্তানের পরিস্থিতি এখন খুবই শোচনীয়। তারা কাশ্মিরকে আর সামলাতে পারছে না। আজাদ কাশ্মিরের লোকেরা ভারতের সাথে মিশে যেতে চায়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা