ক্রাইমিয়ায় ৫টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার
- রয়টার্স
- ১৭ মে ২০২৪, ০০:০৫
রুশ অধিকৃত ক্রাইমিয়ায় পাঁচটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া। বৃহস্পতিবার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো বিধ্বস্তের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শুরুতে বলেছিল, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কোনো প্রমাণ দিতে পারেনি রুশ মন্ত্রণালয়।
এদিকে, ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানায়নি রুশ মন্ত্রণালয়। ক্রাইমিয়া বন্দরের রুশ-স্থাপিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, বেশ কয়েকটি আবাসিক বাড়ি এবং গাড়ির ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা