১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইন্দোনেশিয়ায় হড়কা বান ও শীতল লাভার স্রোতে মৃত্যু ৪১

পশ্চিম সুমাত্রা প্রদেশের আগামে ভারী বর্ষণের পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি এলাকা : ইন্টারনেট -

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে হড়কা বান ও একটি আগ্নেয়গিরি থেকে নেমে আসা ‘শীতল লাভা’র স্রোতে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। শনিবার কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির পর সুমাত্রার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মারাপি থেকে পানির তীব্র স্রোতের সাথে আগ্নেয়গিরির ছাই ও পাথর নেমে আসে। এই কাদার স্রোতে দু’টি জেলা তলিয়ে যায় এবং শতাধিক ঘরবাড়ি, মসজিদ ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করে ও লোকজনের মৃত্যুর কারণ হয়।
এ ঘটনার পর থেকে ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। জীবিতরা জানিয়েছেন কিভাবে তারা তাদের বাড়ির দিকে ধেয়ে আসা ‘শীতল লাভা’ থেকে রক্ষা পেয়েছেন। ‘শীতল লাভা’ আগ্নেয়গিরির উপাদান ও নুড়ি-পাথরের একটি সংমিশ্রণ যা বৃষ্টির পানির সাথে আগ্নেয় পর্বতের ঢাল বেয়ে নেমে আসে।
আগাম জেলার গৃহিণী রিনা দেভিনা (৪৩) বলেন, ‘আমি বজ্রপাত ও ফুটন্ত পানির মতো শব্দ শুনতেই পাই। এগুলো ছিল মারাপি পর্বত থেকে পড়তে থাকা বড় বড় পাথরের শব্দ। এগুলো সব আলকাতরার মতো কালো ছিল, তাই আমি আমার মোবাইল ফোনকে টর্চের মতো করে ব্যবহার করি। রাস্তাগুলো সব কর্দমাক্ত ছিল। তাই আমি বারবার আল্লাহার নাম নিতে থাকি।’ তিন সন্তানের এই মা জানান, তাদের প্রতিবেশীদের বাড়িটি বড় একটি পাথরের নিচে চাপা পড়ে গুঁড়িয়ে গেছে আর তার চার প্রতিবেশী মারা গেছেন। ইন্দোনেশীয় ও তাগালোগ শব্দ ‘লাহার’-এর অনুবাদ হিসেবে ‘শীতল লাভা’ শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে। বেশ কয়েকটি গবেষণা রিপোর্ট অনুযায়ী, শূন্য থেকে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ‘লাহার’ বা ‘শীতল লাভা’ গঠিত হয়; কিন্তু এগুলোর তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে।
চলন্ত লাহারের স্রোত অনেকটা ‘পাতলা কনক্রিটের স্রোতের মতো’, চলার পথে অন্যান্য আবর্জনার সাথে যুক্ত হওয়ার ফলে এর পরিমাণ ও আয়তন বাড়তে থাকে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, রোববার সন্ধ্যার মধ্যে উদ্ধার কর্মীরা আগাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম চাংডুয়াংয়ে ১৯টি লাশ পান। তারা প্রতিবেশী জেলা তানা দেতার থেকে আরো ৯টি লাশ উদ্ধার করেন। মানুষের বিভিন্ন ধরনের তৎপরতার কারণেই অংশত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে বলে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রাকৃতিক সম্পদের খোঁজে বন উজাড় ও পাহাড়-পর্বতে খোঁড়াখুঁড়ি বা ধ্বংস এবং এলোমেলো উন্নয়ন প্রকল্পের ফলে এ ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে বলে মত তাদের। গত ছয় মাসে মারাপি পর্বতের চার পাশে একই ধরনের বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে।


আরো সংবাদ



premium cement