১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
খারকিভের কাছে রুশ সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি

রাশিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় নিহত ১৫

বেলগোরোদে আংশিকভাবে ধসে পড়া অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দমকলকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালাচ্ছে : ইন্টারনেট -

ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেয়ার পর সেটির একটি টুকরার আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে, জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রোববার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঘটনাটি ঘটেছে। ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের বলে জানিয়েছে রয়টার্স। এটি সীমান্তের নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা।
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন এ দিন ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ভবনের অন্তত ১০টি তলা ধসে পড়ছে। পরে জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তখন ভবনের ছাদটি ধসে পড়ে, লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায় আর তাদের পেছনে কনক্রিটের ভাঙা টুকরা পড়তে থাকে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ০৮৪০ জিএমটিতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাটি চালানো হয়। এটিকে ‘আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে তারা। ‘ধ্বংস করে দেয়া একটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের টুকরাগুলোর আঘাতে বেলগোরোদ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে’, বলেছে মন্ত্রণালয়টি। সোমবার ভোররাতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ২০ জন আহত হয়েছে এবং একটি শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। জরুরি বিভাগের কর্মীরা যখন ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তখনো রকেট হামলার সাইরেন বাজছিল। ইউক্রেন ও রাশিয়া, উভয়ে দাবি করে আসছে তারা বেসামরিকদের লক্ষ্যস্থল করে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। তার পর থেকে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। এ যুদ্ধ ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
খারকিভে রুশ বাহিনীর অগ্রগতি : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনী কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি করেছে। এই অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা দুর্বল। শুক্রবার খারকিভ সীমান্তে রাশিয়া নতুন স্থল হামলা শুরুর পর এই অগ্রগতি অর্জিত হয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর এক সাম্প্রতিক পর্যালোচনায় এই পরিস্থিতির কথা উঠে এসেছে। শনিবার আইএসডব্লিøউ নিজেদের পর্যালোচনায় বলেছে, খারকিভের উত্তরাঞ্চলে ইউক্রেন-রাশিয়া সীমান্তের কাছে সীমিত আকারের আক্রমণ অভিযান পরিচালনা করছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনীয় প্রতিরক্ষা দুর্বল থাকা অঞ্চলগুলোতে কৌশলগত অগ্রগতি পাচ্ছে তারা। শুক্রবার ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান সম্প্রসারিত করতে চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেন দ্রুত অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি সিরিয়ায় ইসরাইলি হামলায় ‘উদ্বিগ্ন’ জাতিসঙ্ঘ দ.কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের অভিশংসন কি অনিবার্য? লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে : জামায়াত আমির ছবির প্রিমিয়ার শোতে নারীর মৃত্যু, নায়ক গ্রেফতার ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে : উপদেষ্টা রিজওয়ানা সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান : ব্লিঙ্কেন

সকল