১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মিরে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ ফারুক আবদুল্লাহর

-

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ ভোটের মধ্যে জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সোমবার অভিযোগ করেছেন, ভোটের আগে দুই দিন ধরে তার দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির স্বাভাবিক রয়েছে বলে যে দাবি করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দুই দিন ধরে তার দলের নেতাকর্মীদের ধরপাকড় করছেন।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে সোমবার ফারুক আবদুল্লাহ এই অভিযোগ তুললেন। ছেলে ওমর আবদুল্লাহকে সাথে ভোট দেয়ার পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের কাছে জম্মু ও কাশ্মির স্বাভাবিক রয়েছে বলে নরেন্দ্র মোদির দাবি নিয়ে প্রশ্ন তোলেন। ফারুক আবদুল্লাহ বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে কাশ্মিরে কোনো সহিংসতা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করছেন। তবে আমি বলতে চাই, দুই দিন ধরে আমাদের দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। অথচ তারা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে, তাহলে তার দলের নেতাকর্মীদের কেন আটক করা হচ্ছে। ফারুক আবদুল্লাহ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, কেন আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তারা কি হারের ভয়ে ভীত? তারা পরাজিত হবে।’ ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ দাবি করেন, প্রশাসন নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করতে চায়।


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল