রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী অর্থনীতিবিদ বেলুসোভ
- রয়টার্স
- ১৪ মে ২০২৪, ০০:০৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দীর্ঘ দিনের মিত্র সের্গেই শোইগুকে সরিয়ে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। অর্থনীতির বিশেষজ্ঞ, সাবেক উপ প্রধানমন্ত্রী আন্দ্রি বেলুসোভকে (৬৫) এ পদের জন্য প্রস্তাব করে পুতিন প্রতিরক্ষা বাজেটের আরো সার্থক ব্যবহারের মধ্যে দিয়ে অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শোইগু (৬৮) ২০১২ সাল থেকে টানা ১২ বছর ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলেছেন। পুতিন এই দীর্ঘ দিনের বন্ধু ও মিত্রকে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সচিব বানাতে চান, পাশাপাশি তাকে সামরিক-শিল্প কমপ্লেক্সের দায়িত্বও দিতে চান বলে জানিয়েছে ক্রেমলিন। নিরাপত্তা কাউন্সিলের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন একটি পদে নিয়োগ দেয়া হবে; কিন্তু তা এখনো ঘোষণা করা হয়নি। পুতিনের এসব পরিবর্তন রাশিয়ার পার্লামেন্ট নিশ্চিতভাবেই অনুমোদন করবে। প্রতিবেশী ইউক্রেইনে হাজার হাজার সেনা পাঠানোর পর থেকে সামরিক কমান্ডে এটিই পুতিনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন। সাবেক অর্থমন্ত্রী বেলুসোভ পুতিনের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাশিয়াকে ফের শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পুতিনের আকাক্সক্ষার অংশীদার তিনি। বেলুসোভ পুতিনের শীর্ষ টেকনোক্র্যাটদের সাথেও কাজ করেছেন যারা আরো বৃহত্তর উদ্ভাবন ও নতুন ধারণার সমঝদার। রাশিয়ার ড্রোন কর্মসূচিতেও বেলুসোভের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শোইগু যে নতুন পদে নিয়োগ পেয়েছেন তা তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার চেয়েও উচ্চ পদ বলে বিবেচনা করা হয়। ২০২২ সালে ইউক্রেনের কয়েকটি যুদ্ধক্ষেত্র থেকে রুশ বাহিনী পিছিয়ে আসার পর রাশিয়ার সামরিক ব্লগাররা শোইগুর তীব্র সমালোচনা করেছিল। রাশিয়া ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন শোইগুর অন্যতম কঠোর সমালোচক ছিলেন। গত বছর শোইগুকে পদ থেকে সরানোর দাবিতে তিনি তার বাহিনী নিয়ে বিদ্রোহী করে সশস্ত্র অবস্থায় মস্কোর পথে রওনা হয়েছিলেন; কিন্তু পরে বিদ্রোহ থেকে সরে এসেছিলেন। এর কয়েক মাস পর প্রিগোজিন মস্কোর অদূরে এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা