ইউক্রেনের ৬ গ্রাম দখল রাশিয়ার
- এএফপি ও রয়টার্স
- ১২ মে ২০২৪, ০০:০৫
- এবার ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চল দিয়ে রাশিয়ার আক্রমণ শুরু
- আগামী দুই মাসে হামলার তীব্রতা বৃদ্ধির শঙ্কা ইউক্রেনের
ইউক্রেনের ৬টি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, রুশ সেনারা পূর্ব ইউক্রেনের অন্তত ৬টি গ্রামের দখল নিয়েছে এবং সেগুলোকে মুক্ত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোরিসিভকা, ওগিরভে, প্লেতেনিভকা, পুলনা এবং স্ত্রিলেচা গ্রাম মুক্ত করেছে। এ ছাড়া, দোনেৎস্ক অঞ্চলের কেরামিক গ্রামও মুক্ত করেছে।
অন্য দিকে, ইউক্রেনের যুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে রাশিয়া, এবার তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিকটবর্তী সীমান্ত দিয়ে আক্রমণ শুরু করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের যুদ্ধ এতদিন মূলত দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু শুক্রবার উত্তরপূর্বাঞ্চল দিয়ে আক্রমণ শুরু করে কিছুটা ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলের সীমান্ত এলাকায় লড়াই তীব্র হয়ে ওঠায় তারা সেখানে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে।
সীমান্ত শহর ভোবচানস্কে রাশিয়া আকাশ থেকে নিয়ন্ত্রিত বোমা ফেলছে ও গোলাবর্ষণ করছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ওই দিক থেকে রাশিয়া নতুন করে পাল্টা আক্রমণ শুরু করেছে, সেখানে এখন তুমুল যুদ্ধ হচ্ছে।” রাশিয়া ওই এলাকায় সেনা সমাবেশ করছে, এমনটি জানিয়ে ইউক্রেন আগেই সতর্ক করেছিল। তবে মস্কো এই আক্রমণ নিয়ে এগিয়ে যাবে কি না, তা পরিষ্কার নয়।
শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ রণক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় জানায়, রাশিয়া খারকিভের আরো উত্তরে ইউক্রেনের সুমাই অঞ্চল ও চেরনিহিভের কিছু অংশের কাছে প্রথমবারের মতো সেনা সমাবেশ গড়ে তুলছে। জেলেনস্কি বলেছেন, এই বসন্তে বা গ্রীষ্মে রাশিয়া বড় ধরনের আক্রমণের পস্তুতি নিতে পারে। কিয়েভের সেনারা শুক্রবারের আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত থাকলেও মস্কো ওই এলাকায় আরো বেশি সেনা পাঠাতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে রুশ বাহিনীর একটি ট্যাংক বহর আক্রমণ শুরু করে। স্থানীয় সময় রাত ১০টার দিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, খারকিভ অঞ্চলে রশিয়ার অগ্রগতি রুখতে লড়াই অব্যাহত আছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, রুশ বাহিনী ভোবচানস্কের কাছে ইউক্রেনীয় বাহিনীকে পেছনে ঠেলে দিয়ে সীমান্তের এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে।
তারা একটি বাফার জোন প্রতিষ্ঠার জন্য ইউক্রেনীয় বাহিনীকে ১০ কিলোমিটার পেছনে ঠেলে দেয়ার লক্ষ্য নিয়েছে, কিন্তু কিয়েভের সেনারা আক্রমণকারীদের রুখে দেয়ার চেষ্টা করছে। হোয়াইট হাউজ জানিয়েছে, রাশিয়ার খারকিভ আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেনের সাথে নিবিড় সমন্বয় চালিয়ে যাচ্ছে। খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে সীমান্ত এলাকাগুলোতে অন্তত দুই বেসামরিক নিহত ও পাঁচজন আহত হয়েছে।
হামলার তীব্রতা বৃদ্ধির শঙ্কা
ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার বলেছেন, আগামী দুই মাসের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে দেশটির ২৬ মাসের বেশি সময় চলমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে। কারণ ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহে বিলম্বের সুবিধা নিতে চাইছে। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ইকনোমিস্ট সাময়িকীকে জেনারেল ওলেক্সান্ডার পাভলিউক বলেছেন, রাশিয়া জানে যে আগামী এক বা দুই মাসের মধ্যে আমরা পর্যাপ্ত অস্ত্র পেয়ে যাব। তখন পরিস্থিতি তাদের প্রতিকূলে যেতে পারে।
গত কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র সরবরাহের গতি ধীর হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত সহযোগিতা প্যাকেজ কংগ্রেসে আটকে ছিল দীর্ঘদিন। গত মাসে এই প্যাকেজ পাস হয়েছে। পাভলিউক মনে করেন, মস্কো পূর্বাঞ্চলে লুহানস্ক ও ডনেস্ক অঞ্চলে নিজেদের ধীরগতির অভিযানে মনোযোগী থাকবে। ইউক্রেনের আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। পাভলিউক বলেছেন, সুবিধাজনক দিকে অগ্রসর হওয়ার আগে রাশিয়া আমাদের প্রতিরক্ষা রেখার শক্তি যাচাই করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা