১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্যারিসে পুলিশ স্টেশনে বন্দুক কেড়ে নিয়ে ২ পুলিশকে গুলি

-

ফ্রান্সের রাজধানী প্যারিসে গৃহ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসার পর ওই ব্যক্তি পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে দুই পুলিশকে গুলি করে। তাকে থামাকে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় দুই পুলিশ এবং ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার জানান প্যারিস পুলিশ প্রধান লরাঁ নুনেজ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। সাংবাদিকদের নুনেজ বলেন, “আমাদের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। অভিযোগ ওঠা ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।”
পুলিশের এই সংবাদ সম্মেলনের আগের দিন স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ পায়। যেখানে বলা হয়, প্যারিসের ১৩তম ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনের ভেতর এক ব্যক্তি এক নারীকে নির্যাতন করছেন এমন খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement