১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২১ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পরিকল্পনা চার দেশের

-

আয়ারল্যান্ড, স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য অন্তত চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা বিবেচনা করছে। আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই নিউজ প্রতি এই তথ্য জানিয়েছে। এর আগে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আরটিই নিউজের খবরে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে।
ইউরোপের এসব দেশ আজ ১০ মে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। এদিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হতে পারে। গত ২২ মার্চ দেয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা।


আরো সংবাদ



premium cement