পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ শ্রমিক নিহত
- রযটার্স
- ১০ মে ২০২৪, ০০:০০
পাকিস্তানের গোয়াদর বন্দরের কাছে বন্দুকধারীরা সাত শ্রমিককে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোররাতে বন্দর শহরটি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি বাড়িতে হানা দিয়ে ঘুমন্ত ওই সাত শ্রমিককে গুলি করে বন্দুকধারীরা হত্যা করে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহসিন আলি। গোয়াদর পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশের একটি শহর। বেলুচিস্তানের সাথে আফগানিস্তান ও ইরানের সীমান্ত আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। নিহত শ্রমিকরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এর আগে বিভিন্ন সময় পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তানে যাওয়া শ্রমিকদের হত্যা করেছিল বেলুচিস্তানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা