১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাইজেরিয়ার কারাগার থেকে শতাধিক বন্দীর পলায়ন

-

ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত নাইজেরিয়ার কারাগার থেকে অন্তত ১১৮ জন বন্দী পালিয়ে গেছে। গতকাল বুধবার রাতে ভারী বৃষ্টিপাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কারাগারের এক মুখপাত্র।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র আদামু দুজা বলেন, কয়েক ঘণ্টা ধরে চলা এই বৃষ্টিতে মাঝারি নিরাপত্তার কারাগারের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে ঘেরের প্রাচীর এবং আশপাশের ভবনও রয়েছে। কারাগার কর্মীরা পলাতকদের আবার আটক করার চেষ্টা করছে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সহায়তায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা গেছে।


আরো সংবাদ



premium cement