শ্রীলঙ্কা সফরে ইবরাহিম রাইসি
- রয়টার্স
- ২৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
তিন দিনের পাকিস্তান সফর শেষে এবার শ্রীলঙ্কা সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। বুধবার রাজধানী কলম্বোর বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছে তাকে বহনকারী বিমানটি। সংক্ষিপ্ত এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পও উদ্বোধন করবেন রাইসি।
এই সফরের মধ্যে দিয়ে ১৬ বছর পর শ্রীলঙ্কার ভূখণ্ডে পা রাখলেন ইরানের কোনো রাষ্ট্র ও সরকারপ্রধান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনিজাদ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। যে জলবিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করতে কলম্বো গিয়েছেন রাইসি, সেটি নির্মাণে ব্যয় হয়েছে মোট ৫১ কোটি ৪০ লাখ ডলার। ২০১০ সালে শ্রীলঙ্কার তৎকালীন সরকারের সাথে এই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত চুক্তিটি করেছিল তেহরান। প্রকল্প ব্যয়ের সম্পূর্ণ অর্থের জোগান দেয়ার কথা ছিল ইরানের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা