১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯ বছর পর সৌদির পথে ইরানি ওমরাহকারী দল

-

৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ওমরাহ করতে সৌদি আরবে যাচ্ছে ইরানের ওমরাহকারীদের একটি দল। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যকার সম্পর্ক উন্নয়নের ফলে সোমবার সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ৮৫ জন ইরানি। তেহরানের প্রধান বিমানবন্দর থেকে যাত্রা করেছেন তারা। ফ্লাইটের আগে, বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় অনুষ্ঠান পালন করা হয়। এ সময় ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি উপস্থিত ছিলেন।
ডিসেম্বরে ইরানি মিডিয়া বলেছিল, সৌদি আরব ওমরাহ করতে ইচ্ছুক ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে তখন ‘প্রযুক্তিগত সমস্যা’র কথা জানিয়ে ওমরাহ যাত্রীদের ফ্লাইট বিলম্বিত করে ইরান। সে ফ্লাইটই সোমবার সৌদি আরবে যাত্রা করেছে। ২০২৩ সালের মার্চে একটি চুক্তির মধ্যস্থতা করে চীন। ওই চুক্তির অধীনে সম্পূর্ণভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে ইরান ও সৌদি আরব। এই সম্পর্ক পুনরুদ্ধার করার আগে ইরানিরা শুধু হজ পালন করতে পারত। ২০১৬ সালে সৌদি আরব এক শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করলে এ নিয়ে উভয় দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে।


আরো সংবাদ



premium cement