জাপান নৌবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১ নিখোঁজ ৭
- রয়টার্স
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
জাপান নৌবাহিনীর দু’টি হেলিকপ্টার প্রশিক্ষণ অনুশীলন চলাকালে সাগরে বিধ্বস্ত হয়েছে, এ ঘটনায় অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন ও আরো সাতজন নিখোঁজ রয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা এসব তথ্য জানান। শনিবার রাতে জাপানের মধ্যাঞ্চলের দক্ষিণ উপকূলের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিনবিরোধী অনুশীলন পরিচালনার সময় দু’টি এসএইচ-৬০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
মন্ত্রী কিহারা জানান, কী কারণে হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে। হেলিকপ্টার দু’টির ফ্লাইট রেকর্ডারগুলো খুব কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আর তাতে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছিল। দুই হেলিকপ্টারে মোট আটজন ক্রু সদস্য ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা