ফাঁস হওয়ার ৮ বছর পর শুরু পানামা পেপারসের বিচার
- এএফপি
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
আট বছর আগে ফাঁস হওয়া পানামা পেপারস মামলায় কর ফাঁকি দেয়ার সাথে জড়িত সন্দেহে ২৭ ব্যক্তির বিচার শুরু হতে যাচ্ছে সোমবার। ‘পানামা পেপারস’ হলো এক কোটি ১৫ লাখ গোপন নথি, যা ২০১৬ সালের এপ্রিল মাসে ফাঁস হয়েছিল। বিভিন্ন দেশের অনেক মানুষ বিদেশে কত পরিমাণ সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল সে সময়। নথিগুলোর কিছু ১৯৭০ এর দশকের। পানামার একটি ল ফার্ম এবং করপোরেট পরিষেবা প্রদানকারী সংস্থা মোসাক ফনসেকা এই নথি তৈরি করেছিল। মূলত কর ফাঁকি দেয়ার জন্যই বিদেশে সম্পদ গচ্ছিত রাখা হয়েছিল বলে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) ওয়েবসাইটে থাকা রিপোর্টে বলা হয়, মোসাক ফনসেকার নথিতে বিশ্বের ২০০ দেশের দুই লাখ ১৪ হাজার ব্যক্তির অর্থপাচারের নথি রয়েছে। তাদের মধ্যে ১৪০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাজনীতিকের নামও রয়েছে। এসব ব্যক্তি বিশ্বের ২১টি কর রেয়াত পাওয়া অঞ্চলে পাঠানো টাকায় গড়ে তুলেছেন তথাকথিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। সোমবার পানামার এক আদালতে শুরু হবে বিচারকার্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা