জাপানে মার্কিন সামরিক উপস্থিতি শান্তিচুক্তিকে বাধাগ্রস্ত করবে : রাশিয়া
- রয়টার্স
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জাপানে মার্কিন সামরিক উপস্থিতি দেশটির সাথে রাশিয়ার যেকোনো শান্তিচুক্তিকে বাধাগ্রস্ত করবে। গতকাল সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন তিনি। চলতি সপ্তাহে জাপানি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি। চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৈঠকটি ৯ বছরের মধ্যে কোনো জাপানি নেতার প্রথম রাষ্ট্রীয় সফর।
উভয় দেশের ঘনিষ্ঠ নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক প্রদর্শনের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জামে সহযোগিতা এবং জাপানে মার্কিন সামরিক কমান্ড কাঠামোর সম্ভাব্য উন্নতি নিয়ে আলোচনা করবেন এই দুই নেতা। সাংবাদিকদের পেসকভ বলেছেন, ইতোমধ্যেই ডি ফ্যাক্টো প্রতিরক্ষা জোট আছে এবং জাপানে অবস্থানরত মার্কিন সামরিক সম্ভাবনা সম্পর্কে আমরা জানি। সেটি আমাদের সীমান্তেরই কাছাকাছি।
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে পেসকভ আরো বলেন, আমাদের প্রধান সমস্যা, শান্তি চুক্তিবিষয়ক। এর সমাধানে পৌঁছানোর প্রচেষ্টায় মার্কিন সামরিক উপস্থিতি সবসময় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। সোভিয়েত ইউনিয়নের প্রধান উত্তরসূরি রাষ্ট্র রাশিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা