সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা প্রস্তাবে ভেটো ফ্রান্স-যুক্তরাষ্ট্র-ব্রিটেনের
- আনাদোলু
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
সিরিয়ায় ইরানি দূতাবাস প্রাঙ্গণে হামলার নিন্দা জানিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুশ খসড়া বিবৃতির বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। কূটনীতিকরা বলেছেন, ফ্রান্স ও ব্রিটেনের সমর্থনপুষ্ট যুক্তরাষ্ট্র পরিষদের সহকর্মীদের বলেছেন, দামেস্কে সোমবার যা ঘটেছে তার অনেক তথ্য এখনও অস্পষ্ট রয়ে গেছে। মঙ্গলবারের বৈঠকে পরিষদের সদস্যদের মধ্যে ঐকমত্য হয়নি।
জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাঘ্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি এক্সে এক পোস্টে বলেছেন, এটি পশ্চিমা ‘ত্রয়ীকা’ দ্বারা নিযুক্ত দ্বৈত মানদণ্ড এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বৈধতা ও শৃঙ্খলার ক্ষেত্রে ঘোষণামূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তে তাদের বাস্তব দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট উদাহরণ হিসাবে কাজ করে।
গত সোমবার সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরাইল। এ হামলায় নিহত ১১ জনের মধ্যে সাতজনই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা