১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেনেগালের নতুন প্রধানমন্ত্রী ওসমান সোনকো

-

সেনেগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওসমান সোনকোকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। ওসমান দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রনায়ক। সেই সাথে তিনি নতুন প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। তিনি সেনেগালের বিদায়ী সরকারের কঠোর সমালোচক ছিলেন। প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়ে ওসমান বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের তালিকা তিনি প্রেসিডেন্টকে দিয়েছেন। তার অনুমোদন পেলেই সরকার পূর্ণাঙ্গ রূপ পাবে।
৪৯ বছর বয়সী সোনকো আরো বলেন, প্রেসিডেন্ট ফায়ের কাঁধে এখন কঠিন দায়িত্ব। এ সময়টায় তাকে একা ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। গত মঙ্গলবার সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৪৪ বছর বয়সী ফায়ে। এরপর প্রথম আদেশে তিনি প্রধানমন্ত্রী পদে ওসমানকে নিয়োগ দেন।


আরো সংবাদ



premium cement