১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে স্পেন

গাজার দেই আল বালাহ এলাকায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের বহনকারী গাড়িতে বিমান হামলা চালায় ইসরাইল। ধ্বংস হওয়া গাড়িটি দেখছে ফিলিস্তিনিরা : ইন্টারনেট -

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে স্পেন। সোমবার এমনটাই জানিয়েছেন জর্দান সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ সফরে তিনি জর্দান ছাড়াও কাতার ও সৌদি আরব যাবেন। স্প্যানিশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্পেনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইএফই ও দেশটির সংবাদমাধ্যম এল পাইস এবং লা ভ্যানগার্ডিয়ার খবরে সানচেজকে উদ্ধৃত করে বলা হয়েছে, গত সোমবার জর্দানের রাজধানী আম্মানে সাংবাদিকদের সাথে আলাপকালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ মন্তব্য করেন।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সানচেজের আশা, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের আগেই সেখানে গাজায় চলমান যুদ্ধের বিষয়ে আলোচনা উত্থাপিত হবে এবং সেখান থেকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে স্পেনের অবস্থান গ্রহণের ব্যাপারে একমত হবে। এ সময় তিনি জানান, তার আশা আগামী জুলাইয়ের মধ্যে স্পেন স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
এর আগে গত ২২ মার্চ স্বাধীন ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার সরকার প্রধানেরা জানিয়েছিলেন তাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলেন, যুদ্ধকবলিত এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।


আরো সংবাদ



premium cement