১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জালিয়াতির মামলায় ১৭৫ মিলিয়ন ডলার বন্ড দিলেন ট্রাম্প

-

সম্পদ বাজেয়াপ্ত এড়াতে নিউ ইয়র্ক জালিয়াতি মামলায় ১৭৫ মিলিয়ন ডলার বন্ড দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এ অর্থ জমা দেন। ট্রাম্পকে ৪৬৪ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পরে প্রাথমিকভাবে ১০ দিনের মধ্যে ট্রাম্পকে ১৭৫ মিলিয়ন ডলার দেওয়ার আদেশ দেয় আপিল আদালত। এক বিবৃতিতে ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী, বন্ডের অর্থ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ট্রাম্প তার আপিলের অধিকার প্রমাণ করতে এবং এই অন্যায় রায়কে বাতিল করতে উন্মুখ।
এর ফলে আপাতত ট্রাম্প তার রিয়েল এস্টেট সম্পদ যেমন ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার এবং ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট জব্দ করার হাত থেকে বাঁচবে। জালিয়াতির মাধ্যমে সম্পত্তির মূল্য বেশি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement