পদত্যাগ করবেন না পেরুর প্রেসিডেন্ট
- রয়টার্স
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। বিলাসবহুল ঘড়ির খোঁজে দিনার বাড়িতে সাত ঘণ্টা তল্লাশি চালান দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা। এরপর দুর্নীতির অভিযোগে দিনার পদত্যাগের দাবি ওঠে।
স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট দিনা জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। সেই সাথে বাড়িতে তল্লাশিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ ও ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন তিনি। ৬১ বছর বয়সী দিনা আরো বলেন, ‘আমি সরকারি প্রাসাদে পরিষ্কার হাত নিয়ে প্রবেশ করেছিলাম, ২০২৬ সালে আমি পরিষ্কার হাত নিয়েই প্রাসাদ ছেড়ে যাবো।’ বিলাসবহুল কয়েকটি ঘড়ির তথ্য গোপন করার অভিযোগে দিনার বিরুদ্ধে তদন্ত চলছে। এর অংশ হিসেবে গত শুক্রবার রাতে দিনার বাড়িতে এবং গতকাল শনিবার সকালে তার সরকারি প্রাসাদে সাত ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এতে সরকারি কৌঁসুলির দফতরের ২০ জন পুলিশ ও ২০ কর্মকর্তা অংশ নেন। রাজধানী লিমার সারকুইলো এলাকায় দিনার বাড়ি। এ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তার সরকারি প্রাসাদ। এ প্রাসাদেই প্রেসিডেন্টের দফতর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা