ফিলিস্তিন ও লেবাননের স্বার্থ পরস্পরে জড়িত : হিজবুল্লাহ
- পার্স টুডে
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার দেশ ও ফিলিস্তিনের স্বার্থ গভীরভাবে জড়িত এবং এ কারণেই গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ।
তিনি বলেন, ‘গাজার প্রতি সমর্থন জানিয়ে আমরা যে যুদ্ধ করছি সেটি লেবাননের স্বার্থেই করছি, কারণ আমরা ইসরাইলকে এই হুঁশিয়ারি বার্তা দিতে চাইছি যে, প্রতিরোধ যোদ্ধারা জেগে আছে এবং তারা ভালোভাবে প্রস্তুত। এ কারণে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী লেবাননে হামলার কথা চিন্তা করবে না।
লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন শেখ নাঈম কাসেম। লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এই নেতা বলেন, প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ছাড়া আরব এ দেশটি নিজেদের স্বাধীনতা ও স্থিতিশীল ধরে রাখতে পারবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা