মনিপুরে ফের কারফিউ
- জি নিউজ
- ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ভারতের অশান্ত মনিপুরে এখনো শান্তি ফেরেনি। সাধারণ মানুষের কথা বিবেচনা করে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও আবারো জারি করা হয়েছে কারফিউ। ইম্ফলের পূর্বাঞ্চলে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় যেন সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। কিন্তু বৃহস্পতিবার তড়িঘড়ি তুলে নেয়া হয় সেই কারফিউ শিথিলতা।
যে পাঁচজন গ্রামরক্ষককে পুলিশ গ্রেফতার করেছে তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার হঠাৎ মনিপুরের বিভিন্ন উপত্যকার স্থানীয় নারীরা থানায় হামলা চালান। বৃহস্পতিবার পশ্চিম ইম্ফলের সিঙ্গজামেই পুলিশ স্টেশনে কয়েক হাজার প্রতিবাদী জড়ো হয়ে বিক্ষোভ করেন। কিছুক্ষণের মধ্যেই স্লোগান দিতে দিতে থানার দিকে এগিয়ে আসতে থাকে উত্তেজিত জনতার দল। পরে মনিপুর পুলিশ ও রথ্যাপিড অ্যাকশন ফোর্স থানার ৫০০ মিটার আগেই তাদের থামিয়ে দেয়। এরপর সেখানে কারফিউ জারি হয়।