সন্ত্রাস দমনে সমঝোতা তালেবান-ইরানের
- ডয়েচে ভেলে
- ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
দ্বিতীয় দফা আফগানিস্তানের ক্ষমতায় বছর পার করলেও এখনো ইরানের স্বীকৃতি পায়নি তালেবান সরকার। সন্ত্রাস দমনের স্বার্থে তার পরও একসাথে কাজ করছে ইরান-আফগানিস্তান। গত ১৫ সেপ্টেম্বর ইরানের সংবাদ সংস্থা তাসনিম সে দেশের গোয়েন্দা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খতিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি বলেন, ‘ইরান ও তালেবান সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করছে।’
ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থাটিকে ইসমাইল আরো বলেন, পশ্চিমা বিশ্বসন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সিরিয়া থেকে তাড়িয়ে দেয়ায় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়েছে, ‘সেখানে এমন পাহাড়ি এলাকায় তারা (আইএস) অবস্থান নিয়েছে, যেখানে তালেবান সরকার যেতেই পারে না। সেখান থেকে তারা তালেবান সদস্যদের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন তালেবানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
ইরান অবশ্য নিজেদের ভূখণ্ডের সন্ত্রাসী হামলা নিয়েও উদ্বিগ্ন। এক বছরেরও কম সময়ে দক্ষিণাঞ্চলের সিরাজ শহরে শিয়াদের এক মাজারে দুইবার হামলা হয়েছে।
গত আগস্টে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়। তার আগে ২০২২ সালের অক্টোবরে একই স্থানে ভয়াবহ এক হামলায় ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা