২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তাইওয়ানের আকাশে চীনের ৩৭ বিমান

-

চীনের ৩৭টি সামরিক বিমান আকাশ প্রতিরক্ষা জোনে প্রবেশ করেছে, এমন খবরে বিমান প্রতিরক্ষা পদ্ধতি সক্রিয় করে তাইওয়ান। এরপর চীনা বিমানগুলোর মধ্যে কিছু পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায় বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে বেইজিংয়ের ‘গণ-অনুপ্রবেশ’ এর সর্বশেষ পদক্ষেপ। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে বিবেচনা করে চীন। গত তিন বছর ধরে এই দ্বীপটির আকাশসীমার কাছে নিয়মিত নিজেদের সামরিক বিমান উড়িয়ে চলছে বেইজিং, তবে আকাশসীমায় প্রবেশ করেনি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা (স্থানীয় সময়) থেকে তারা চীনের বিমানবাহিনীর ৩৭টি বিমান শনাক্ত করেছে, সেগুলো তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনের (এডিআইজেড) দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে উড়ছিল।
চীনের এসব বিমানের মধ্যে জে-১১ ও জে-১৬ জঙ্গি এবং পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম এইচ-৬ বোমারু বিমান ছিল বলে জানিয়েছে তারা। তাইওয়ান নিজেদের বাহিনীগুলোকে হুমকির ক্ষেত্রে সাড়া দেয়ার বিষয়ে পর্যাপ্ত সময় দিতে যে বিস্তৃত এলাকায় টহল ও নজরদারি চালায় সেটিই এডিআইজেড। এক বিবৃতিতে দ্বীপটির মন্ত্রণালয়টি বলেছে, কিছু চীনা বিমান ‘আকাশপথে নজরদারি ও দীর্ঘ দূরত্বে বিমান চালনা প্রশিক্ষণ’ সম্পন্ন করতে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় পরিস্থিতির ওপর নজর রাখতে তাইওয়ান তাদের বিমান ও জাহাজগুলোকে সেদিকে পাঠায় এবং স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র পদ্ধতিকে সচল করে।


আরো সংবাদ



premium cement

সকল