২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সুইডেনের ন্যাটোভুক্তিতে তুরস্ককে ভেটো না দেয়ার আহ্বান

ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোগানের সাথে সাক্ষাতে এ অনুরোধ করেন জোটের প্রধান স্টলটেনবার্গ
-

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির আবেদনে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। সামরিক এই জোটটিতে স্টকহোমের সদস্যপদ বিলম্বিত করার আপত্তিগুলো কাটিয়ে উঠতে চলতি মাসে বৈঠকের আগে এই আহ্বান জানালেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং তার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদানের সাথে রোববার ইস্তাম্বুলে সাক্ষাৎ করেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ন্যাটোর সদস্য করা হলে তা সুইডেনকে নিরাপদ করবে, একইসাথে এর মাধ্যমে ন্যাটো ও তুরস্ক আরো শক্তিশালী হবে।’ স্টলটেনবার্গ আরো বলেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব (ন্যাটোতে) সুইডেনের যোগদান চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি।’ তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের কর্মকর্তারা আগামী সপ্তাহে সুইডেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত হওয়ার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করার জন্য বৈঠক করবেন বলে স্টলটেনবার্গ বলেছেন।


আরো সংবাদ



premium cement