২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডেমোক্র্যাটস নামে দল গড়েছেন ইমরানের দলত্যাগী নেতারা

-

পিটিআই ছেড়ে যাওয়া নেতারা এবার নতুন দল গঠন করেছে। সাবেক মন্ত্রী মুরাদ রাস ও হাশিম ডোগারের নেতৃত্বে ‘ডেমোক্র্যাটস’ নামের নতুন দল আত্মপ্রকাশ করেছে পাকিস্তানে। আর এতে যোগ দিয়েছেন কমপক্ষে ৩৫ জন সাবেক আইনপ্রনেতা। ডোগার-রাস গ্রুপের সদস্যদের মধ্যে আছেন একাধিক সাবেক প্রাদেশিক ও ফেডারেল মন্ত্রী। এরইমধ্যে তারা দলে আরো রাজনৈতিক ব্যক্তিদের টানতে একের পর এক সভা করে চলেছে। ফলে রাজনৈতিক দিক থেকেও শক্তিশালী হয়ে উঠছে দলটি। তবে দলটিতে এখনো কোনো নারী
সদস্য নেই।
এই দলের আদর্শ কেমন হবে তা নিয়ে প্রশ্ন করা হলে দলের প্রধান রাস বলেন, একটি বিষয় স্পষ্ট যে ডেমোক্র্যাটরা ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)-এর বিরোধিতা অব্যাহত রাখবে। রাস নিজেও পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কতজন আইনপ্রনেতা দলটিতে যুক্ত হয়েছে তা নিয়ে জানতে চাইলে রাস বলেন, আমরা নিয়মিত বৈঠক করছি।


আরো সংবাদ



premium cement