২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চীনের সাথে সঙ্ঘাত-সংঘর্ষ চায় না যুক্তরাষ্ট্র : বাইডেন

সুইডেনের ন্যাটোয় যোগদানের ইঙ্গিত
-


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে শিগগিরই দেখা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস এয়ার ফোর্স অ্যাকাডেমিতে দেয়া এক ভাষণে বাইডেন এই মন্তব্য করেন। বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স অ্যাকাডেমির স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটকে ডিপ্লোমা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে দেয়া ভাষণে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট স্নাতকদের সতর্ক করে দেন। রাশিয়া এবং চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে উদ্ধৃত করে তিনি বলেন, তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে পরিষেবা দিতে প্রবেশ করতে চলেছে। এ দিকে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, সম্পর্কের গভীর টানাপোড়েন সৃষ্টি হলেও চীনের দেয়া চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত বা সংঘর্ষ চায় না। চীন এবং যুক্তরাষ্ট্রকে একসাথে কাজ করতে সক্ষম হওয়া উচিত যেখানে আমরা জলবায়ুর মতো কিছু বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান করতে পারি।’ একইসাথে যুক্তরাষ্ট্র নিজের এবং তার অংশীদারদের স্বার্থের পক্ষে অটল থাকবে জানিয়ে তিনি আরো বলেন, ‘তবে আমরা জোরালো প্রতিযোগিতার জন্য প্রস্তুত।’ রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ওপরও এদিন জোর দেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি আমেরিকান জনগণের সমর্থন কমবে না।’
এই অনুষ্ঠানেই সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে শিগগিরই দেখা যাবে বলে জানান বাইডেন। বৃহস্পতিবার নিজের প্রারম্ভিক বক্তৃতায় তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে জোট ভাঙার চেষ্টা সত্ত্বেও ন্যাটো শক্তিশালী। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ন্যাটো জোটে সম্প্রতি ফিনল্যান্ড যোগ দেয়ায় এটি আরো শক্তিশালী হয়েছে, ‘এবং শিগগিরই সুইডেনও যোগ দেবে’। বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেন, ‘এটি ঘটবে (সুইডেন ন্যাটোতে যোগ দেবে), আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি।’

ন্যাটোয় সুইডেনের যোগদানের ইঙ্গিত :
সুইডেনের ন্যাটোয় যোগদানের ক্ষেত্রে বাধা দূর হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন বিমানবাহিনীর অ্যাকাডেমিতে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘সুইডেন শিগগিরই ন্যাটোয় যোগ দিতে চলেছে।’ অর্থাৎ এ বিষয়ে আপত্তি তুলে নিতে তুরস্কের সাথে কোনো এক বোঝাপড়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার অবশ্য তিনি তুরস্কের সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোনে কথা বলে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এরদোগান আবার এফ-১৫ যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্য দিকে, বাইডেন ন্যাটোয় সুইডেনের যোগদানের প্রশ্নে তুরস্কের আপত্তি তুলে নেয়ার আহ্বান জানান। তবে যুদ্ধবিমান বিক্রির শর্তে দুই নেতার মধ্যে কোনো বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ। আগামী জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement