২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতের পার্লামেন্টে অখণ্ড ভারত ম্যুরাল নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান-নেপাল

-


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উদ্বোধন করা হয়েছে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের। সদ্য উদ্বোধন হওয়া নয়াদিল্লির ওই পার্লামেন্ট ভবনে স্থাপিত একটি ম্যুরাল নিয়ে নেপালে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। একই সাথে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। চলতি সপ্তাহে উদ্বোধন করা হয়েছে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের। কয়েক বছর ধরে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে এই পার্লামেন্ট ভবন তৈরি করা হয়েছে। কিন্তু নতুন এই ভবনের উদ্বোধন নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক।

দ্য হিন্দু বলছে, ভারতের নতুন পার্লামেন্ট ভবনে স্থাপিত একটি ম্যুরালটিকে অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতের মানচিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। আর এটিই দলমত নির্বিশেষে নেপালি রাজনৈতিক নেতাদের কাছ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিতর্কিত ওই ম্যুরালে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি দেখা যাচ্ছে, যা এ অঞ্চলের ওপর ভারতের দাবির ইঙ্গিত দেয়। অন্য দিকে নেপাল লুম্বিনিকে নেপালের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে থাকে। ভারতের এই কাণ্ডে দলমতের বাইরে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেপালের রাজনৈতিক নেতারা। নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এক বিবৃতিতে বলেছেন, ‘সম্প্রতি উদ্বোধন করা ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারত’-এর বিতর্কিত ম্যুরাল নেপালসহ প্রতিবেশী দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে।


আরো সংবাদ



premium cement