২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পৃথিবীতে ফিরেছেন মার্কিন সৌদি নভোচারীরা

-

বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগনে চড়ে দুই মার্কিন ও দুই সৌদি নভোচারীর একটি দল মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেছেন। আট দিন মহাকাশে অবস্থানের পর মঙ্গলবার রাতে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান। মিশন শেষে ফ্লোরিডার পানামা সিটির উপকূলে প্যারাস্যুটে চড়ে নেমে আসেন চার নভোচারী। ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো। ওয়েবকাস্টের মাধ্যমে পৃথিবীতে ফেরার দৃশ্য সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স ও অভিযানটির পৃষ্ঠপোষক এক্সিওম স্পেস।
চার জনের এই দলে ছিলেন ৩৪ বছরের সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। তিনি পেশায় বিজ্ঞানী ও ক্যান্সার স্টেমসেল গবেষক। সৌদির অপর নভোচারী ৩১ বছরের পাইলট আল আকরানি। আরো ছিলেন নাসার সাবেক দুই মহাকাশচারী।

 


আরো সংবাদ



premium cement

সকল