২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দূতাবাস চালু করতে দামেস্কে সৌদি দল

-

দামেস্কে সৌদি আরবের দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিতে একটি সৌদি কারিগরি দল সিরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গাজি বিন রাফেয়া আল-আঞ্জির নেতৃত্বে প্রতিনিধি দল সিরিয়ার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে সিরিয়ার সহকারী পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী আয়মান সুসানের সাথে দেখা করেছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়েছে, ‘সিরিয়ায় সৌদি আরবের দূতাবাস পুনরায় খোলার জন্য সৌদি কারিগরি দল রাজধানী দামেস্কে পৌঁছেছে। সিরিয়ায় সৌদি আরবের কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করা হচ্ছে।’ এই মাসের শুরুতে রিয়াদ ও দামেস্ক কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হওয়ার পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে সিরিয়ার প্রতি স্থগিতাদেশ এবং বিচ্ছিন্নতার এক দশকেরও বেশি সময় পর সিরিয়া আরব লিগে ফিরে আসে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত সপ্তাহে জেদ্দায় ৩২তম আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তিনি আরব রাষ্ট্রগুলোর জন্য ‘ন্যূনতম বিদেশী হস্তক্ষেপের সাথে’ অঞ্চলটিকে পুনর্বিন্যাস করার ‘ঐতিহাসিক সুযোগ’ কে স্বাগত জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের আগে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ১৮ এপ্রিল দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দেখা করেন। এর কয়েক দিন আগে সিরিয়ার পরররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ রিয়াদ সফর করেন। সিরিয়ার সাথে স্বাভাবিকরণের পাশাপাশি চীনের মধ্যস্থতায় চির প্রতিদ্বন্দ্বী সিরিয়ার প্রধান মিত্র ইরানের সাথেও সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সৌদি আরব।

 


আরো সংবাদ



premium cement