২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে জান্তার সমালোচনা করায় গায়ক গ্রেফতার

-

ফেইসবুকে সামরিক সরকারের সমালোচনায় করায় মিয়ানমারের নামকরা এক র্যাপ সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক মাসে জান্তা সরকারের মিয়ানমারজুড়ে বিদ্যুৎবিভ্রাট সামাল দেয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন র্যাপার বিয়ু হর। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের সময় থেকে দেশটি গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ রাখার জন্য সংগ্রাম করে আসছে।
র্যাপার বিয়ু হর আটক হওয়ার ঘটনাটি মিয়ানমারে সমালোচকদের ওপর শাসকগোষ্ঠীর দমনপীড়নের সর্বশেষ ঘটনা। ইয়াঙ্গনে বাস করেন বিয়ু হর। তিনি গত মঙ্গলবার রাতে ফেইসবুকে একটি ভিডিও পোস্টে দেশের বিদ্যুৎমন্ত্রীকে ‘বোকা’ এবং ‘অদক্ষ’ বলে মন্তব্য করেছেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির কথা উল্লেখ করে ভিডিওতে তিনি বলেন, ‘এই বয়োবৃদ্ধ নারীর আমলে আমরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছিলাম। আর তাই কেবল নয়, বিদ্যুৎ বিলও কমে আসছিল।’
র্যাপার বিয়ু জান্তা নেতাদের সম্পর্কে তার বক্তব্যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি তার বাড়ির ঠিকানা দেন এবং এই পোস্টে জান্তা নেতারা নাখোশ হয়ে থাকলে তাকে গ্রেফতার করুক বলেও চ্যালেঞ্জ করেন বিয়ু। পরে পুলিশ বুধবার ইয়াঙ্গনের নর্থ ডাগন শহরে তাকে আটক করে। ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বিবিসিকে একথা জানিয়েছে।
তারা বলেছে, গ্রেফতার করার আগে বিয়ু জান্তা সরকারকে নিয়ে সমালোচনামূলক সঙ্গীত রচনা করার কারণে কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকবার হুঁশিয়ারিও পেয়েছিলেন।


আরো সংবাদ



premium cement