১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চীন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

-

জাপানের শীর্ষ কূটনীতিক এ সপ্তাহে চীন সফর করবেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম তিনি এ সফরে যাচ্ছেন। গতকাল শুক্রবার টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ ও ২ এপ্রিল এ সফর চলাকালে জাপানের মন্ত্রী হায়াশিরের চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের পর জাপানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম চীন সফর। সাম্প্রতিক বছরগুলোতে টোকিও ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা যায়। এমন পরিস্থিতিতে জাপান এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিষয়ে সতর্ক রয়েছে। কিন্তু গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাংককে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


আরো সংবাদ



premium cement