২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগ
-

ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করা আমেরিকান এক সাংবাদিককে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করেছে রাশিয়া। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা কেজিবির অন্তর্ভুক্ত দ্য ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার জানিয়েছে, ইভান গারসকোভিচ নামে ওই সাংবাদিককে বিশেষায়িত তথ্য সংগ্রহের সময় ইয়েকাটেরিনবার্গের উরাল মাউন্টেনস শহর থেকে গ্রেফতার করা হয়।
ওই সংস্থাটি জানিয়েছে, গারসকোভিচ রাশিয়ান সামরিক কারখানা কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিলেন, যেগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার অংশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সাংবাদিক ইউক্রেনের যুদ্ধ এবং ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের খবর কভার করছিলেন। তবে এফএসবি জানায়নি যে কখন তাকে গ্রেফতার করা হয়েছে। গুপ্তচরবৃত্তির বিষয়টি প্রমাণিত হলে গারসকোভিচকে ২০ বছর সাজা ভোগ করতে হতে পারে। স্নায়ুযুদ্ধের পর থেকে গারসকোভিচই হলেন প্রধান কোনো মার্কিন সাংবাদিক, যিনি রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার হলেন।


আরো সংবাদ



premium cement