নেতানিয়াহুকে সংস্কার থেকে সরে আসার আহ্বান
বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে- বিবিসি
- ২৭ মার্চ ২০২৩, ০০:০৫
সংস্কারের নামে ইসরাইলের বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের যে পরিকল্পনা বেনজামিন নেতানিয়াহু সরকার করেছে, এবার তার বিরুদ্ধে কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ত। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিতর্কিত এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। বিচার বিভাগে হস্তক্ষেপের এই পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলের সাধারণ মানুষও ফুঁসে উঠছেন। ফলে দেশটিকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ দেখতে হচ্ছে। যে বিক্ষোভ টানা ১২ সপ্তাহ ধরে চলছে।
যা সামজকে অস্থিতিশীল করে তুলছে এবং এতে ইসরাইলের নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন প্রতিরক্ষামন্ত্রী গালান্ত। প্রায় তিন মাস ধরে গণবিক্ষোভ চললেও নেতানিয়াহু এখনো তার পরিকল্পনায় অটল আছেন। টেলিভিশনে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে গালান্ত এই সংস্কার পরিকল্পনাকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি ‘স্পষ্ট, অসন্ন এবং বাস্তব বিপদ’ বলে বর্ণনা করেন। বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। তারা এমন তীব্র গণআন্দোলনের সম্মুখীন আগে কখনো হননি। নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকার আইন পরিবর্তনের মাধ্যমে যে সংস্কারের পরিকল্পনা করেছেন তাতে দেশটির বিচার বিভাগের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা