২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে এরদোগানের ইফতার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে ইফতার করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান : ইন্টারনেট -

তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে রমজানের প্রথম দিন কাটিয়েছেন। তিনি সংহতির নিদর্শন হিসেবে তাদের সাথে ইফতারও করেছেন। ২৩ মার্চ, বৃহস্পতিবার তুরস্কে পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালিত হয়।
এ দিন তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশে ঘর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন এরদোগান। এ সময় তিনি কারাজাসু ডিস্ট্রিকটের কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাথে কথা বলেন। তিনি বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন না করা পর্যন্ত আমার কোনো বিশ্রাম বা বিরতি নেই।
এরদোগান বলেন, ‘ভুলে যাবেন না যে ভাগ করে নেয়ার মাধ্যমে ব্যথা উপশম হয়। ভূমিকম্পকবলিত এলাকার মানুষের জন্য আমরা রমজান মাসকে সংহতি প্রচারের মাসে পরিণত করতে চাই।


আরো সংবাদ



premium cement

সকল