২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ রাশিয়া, উদ্বিগ্ন ভারত

-

ভারতকে দেয়া অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না রাশিয়া। মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে এই অবস্থায় পড়েছে দেশটি। ভারতের বিমান বাহিনী নিজেই এই তথ্য সামনে এনেছে। এ দিকে রুশ অস্ত্রের প্রতিশ্রুত সরবরাহে ঘাটতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত।
ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া ভারতের সেনাবাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। রাশিয়ার এই অক্ষমতায় নয়াদিল্লি উদ্বিগ্ন হয়ে উঠেছে। কারণ রাশিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। আর তাই নয়াদিল্লির আশঙ্কা, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক সরবরাহকে প্রভাবিত করতে পারে। মূলত ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিকে ভারতের সামরিক সরঞ্জাম ঘাটতির প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বলে মনে করা হচ্ছে।
এ দিকে ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিটি দেশটির একটি সংসদীয় কমিটির কাছে জমা দেয়া হয়েছিল। এ ছাড়া গত মঙ্গলবার এটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। বিমান বাহিনীর একজন প্রতিনিধি প্যানেলকে বলেছেন, রাশিয়া চলতি বছর অস্ত্রের ‘বড় ডেলিভারি’ করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা হবে না।
অন্য দিকে নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন: ‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা বিবৃতিটি নিশ্চিত করতে পারে।’ এ ছাড়া রাশিয়ান সরকারের অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত জাতিসঙ্ঘের সামনে আ’লীগ-বিএনপির মধ্যে বোতল ছোড়াছুড়ি চান্দিনায় নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিললো পুকুরে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক মাসুম চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ, সম্পাদক মিজান অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৪.৫ মিলিয়ন সুদসহ ২০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে পরিশোধ করেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন অভিষিক্ত খালেদ নিউইয়র্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে স্প্যানিশ নাগরিকের ইসলাম গ্রহণ যুদ্ধে সমর্থন আদায়ের জন্য জেলেনস্কি কানাডায় ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

সকল