ইউরোপের ব্যাংকিং খাতে উদ্বেগ কাটেনি
- সিএনবিসি
- ২২ মার্চ ২০২৩, ০০:০৫
সাময়িকভাবে ক্রেডিট সুইসের দেউলিয়াত্বের পরিস্থিতি সামাল দেয়া গেলেও ইউরোপের ব্যাংকিং খাতে কাটেনি উদ্বেগ-উৎকণ্ঠা। সোমবার এ আশঙ্কার কথা জানিয়েছেন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অধিবেশন ডাকে ইসিবি। সেখানে রাখা বক্তব্যেই প্রেসিডেন্ট বলেন, ইউরোপের বাজারে পর্যাপ্ত তারল্য প্রবাহ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজি ও মূলধন আশঙ্কাজনক অবস্থায় যায়নি। তবুও সদা প্রস্তুত ইসিবি। প্রয়োজনে কোণঠাসা হয়ে পড়া আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলোকে দেয়া হবে সহযোগিতা। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে বলেন, আর্থিক প্রতিষ্ঠানকে রক্ষায় সুইস কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করতেই হবে। বাজারে স্থিতিশীলতা এবং আর্থিক ভারসাম্য ফেরাতে এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইউরো অঞ্চলের সহযোগিতায় আমরা সবসময় তৈরি। মূলধন এবং পুঁজির দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে ইউরোপ। তবুও যেকোনো মুহূর্তে তারল্য প্রবাহ দিতে ইসিবি প্রস্তুত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা