২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভূমিকম্পে সোয়া ২ কোটি মানুষ ক্ষতির মুখে

-

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। বিশ্বস্বাস্থ্য সংস্থার সিনিয়র এমাজেন্সি অফিসার আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় মানুষের বাড়িঘর ও স্বাস্থ্য অবকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আরো সংবাদ



premium cement