২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিরিয়ায় ভূমিকম্পের সুযোগে কারাগার থেকে ২০ বন্দীর পলায়ন

-

তুরস্কের ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারের বন্দীরা বিদ্রোহ করেছে। এ সময় অন্তত ২০ বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে। তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার রাজো শহরের কারাগারে প্রায় দুই হাজার বন্দী রয়েছে। যাদের মধ্যে এক হাজার ৩০০ জনের মতো আইএসআইএল (আইএস) যোদ্ধা বলে ধারণা করা হয়। এ ছাড়া কারাগারে কৃর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প আঘাত হানার পর রাজো এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কারাবন্দীরা বিদ্রোহ শুরু করে এবং কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় ২০ জনবন্দী পালিয়ে গেছে,যাদের (আইএস) যোদ্ধা বলে মনে করা হয়।
উল্লেখ্য, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ দিকে, ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তীব্র ঠাণ্ডার মধ্যে বহু মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণে অনেক মানুষকে জটলা হয়ে বসে থাকার ছবিও তুলে এনেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।


আরো সংবাদ



premium cement