২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলিদের অস্ত্র দেয়ার সিদ্ধান্তের সমালোচনায় জাতিসঙ্ঘ

-

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, ইসরাইলে নাগরিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়ার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত ফিলিস্তিনিদের সাথে সহিংসতা আরো বাড়িয়ে দেবে। ভলকার এক বিবৃতিতে বলেন, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ত্বরান্বিত ও সম্প্রসারিত করতে ইসরাইল সরকারের পরিকল্পনা, হাজার হাজার বেসামরিক ইসরাইলি ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করার বিবৃত অভিপ্রায় এবং বিদ্বেষপূর্ণ বক্তব্যের সাথে মিলিত। এটি শুধু আরো সহিংসতা এবং রক্তপাতের দিকে নিয়ে যেতে পারে।’ তিনি আরো বলেছেন, ‘আমরা অভিজ্ঞতা থেকে জানি, আগ্নেয়াস্ত্রের বিস্তার ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষেরই হত্যা এবং আহত হওয়ার ঝুঁকি বাড়াবে। সমাজে আগ্নেয়াস্ত্রের প্রাপ্যতা কমাতে ইসরাইলি কর্তৃপক্ষকে অবশ্যই কাজ করতে হবে। ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছিলেন, আরো ইসরাইলিদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের অনুমতি দেয়া হবে।
গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপটি এলো। অধিকৃত পূর্ব জেরুসালেমে বন্দুকধারীর হামলায় আরো সাত ইসরাইলি নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতার ক্রমবর্ধমান ধারাকে উসকে দেয়ার পরিবর্তে সরকারি পদে অধিষ্ঠিতসহ প্রত্যেককে ঘৃণা উসকে দেয় এমন ভাষার ব্যবহার বন্ধের অনুরোধ করেছেন জাতিসঙ্ঘের কমিশনার। তিনি বলেছেন, ‘এই ধরনের ঘৃণার উদ্দীপনা সব ইসরাইলি, ফিলিস্তিনি এবং সব সমাজের জন্য ক্ষতিকর।’ জাতিসঙ্ঘের কমিশনার উল্লেখ করেছেন, বছরের শুরু থেকে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৩২ ফিলিস্তিনি এবং সাত ইসরাইলি নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল