তেল রফতানি বন্ধে রাশিয়ার ওপর ইইউ ও পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা
- আলজাজিরা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা বিশ্ব। এরই ধারাবাহিকতায় ইইউ গত রোববার নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কোর ওপর। এর ফলে নতুন করে ইউরোপের ২৭ দেশে আর কোনো ধরনের জ্বালানি বিশেষ করে ডিজেল ও পরিশোধিত বা অপরিশোধিত তেল রফতানি করতে পারবে না রাশিয়া। রোববার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকরী হয়েছে।
এর আগে, গত শুক্রবার রাশিয়ার ডিজেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার বেঁধে দেয় ইইউ। বিষয়টি নিয়ে ইইউর সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, মস্কোর বিরুদ্ধে একের পর এক যেসব নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে, তাতে রাশিয়া নয়, বরং ইইউসহ পশ্চিমারাই ভয়াবহ জ্বালানি সঙ্কটে পড়বে। এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া কখনোই পশ্চিমাদের ওপর ভরসা করে না বরং পশ্চিমারাই রাশিয়ার তেল গ্যাস আর কয়লা ছাড়া অচল ও দুর্বল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা