২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানকে মোকাবেলায় জোটবদ্ধ ফ্রান্স ও ইসরাইল

-

ইরানকে মোকাবেলায় সহযোগিতার অঙ্গীকার করেছে ফ্রান্স ও ইসরাইল। ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে এমন তথ্য দেয়া হয়েছে। এ সময় দুই দেশের শীর্ষ নেতারা আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেছেন। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার এলিসি প্রাসাদে একটি নৈশভোজের বৈঠকে স্বাগত জানিয়েছেন। সেখানে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেন, ‘ইরানের পারমাণবিক কার্যক্রম অব্যাহত থাকলে অনিবার্যভাবেই পরিণতি ভোগ করতে হবে।’ এ সময় দুই দেশের শীর্ষ নেতারা মধ্যপ্রাচ্যে ইরানের কার্যকলাপ সম্পর্কে তাদের উদ্বেগ জানিয়েছেন। তখন ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসনে ইরানের সমর্থন দেশটিকে নিষেধাজ্ঞা এবং আরো বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে।’

ফিলিস্তিনি অঞ্চল এবং ইসরাইলে সাম্প্রতিক ক্রমবর্ধমান সঙ্ঘাত সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। আরো সহিংসতা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ এড়ানোর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন তিনি। পৃথকভাবে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, দুই দেশের শীর্ষ নেতারা ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলার উপায় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরান এবং তার সহযোগীদের প্রতিরোধ করা প্রয়োজন।’

 


আরো সংবাদ



premium cement