২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইরানে আজারবাইজানের দূতাবাসে হামলা : নিহত ১

-

ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের দূতাবাসে হামলায় একজন গার্ড নিহত হয়েছেন। মন্ত্রণালয় মারফত জানা যায়, ‘হামলাকারী নিরাপত্তা চৌকি ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তা প্রধানকে হত্যা করে।’
আজারবাইজানীয় মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুক্রবার তেহরানে এই হামলায় দুই প্রহরীও আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের দূতাবাসে হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে অভিহিত করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। আলিয়েভ টুইটারে বলেন, ‘আমি তেহরানে আজারবাইজানের দূতাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।’
তেহরানের পুলিশ জানিয়েছে যে তারা সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং তার উদ্দেশ্য নিয়ে তদন্ত করছে। পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুই সন্তানকে নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল এবং ‘ব্যক্তিগত সমস্যা’ জন্য এমন কাজ করে থাকতে পারে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রচার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে বন্দুকধারী একা দূতাবাসে প্রবেশ করছে এবং ভবনের ভেতরে গুলি চালানোর পরে এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করছে।


আরো সংবাদ



premium cement