২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শতাধিক আর্টিলারি নিক্ষেপ উত্তর কোরিয়ার

কোরিয়ান পিপলস আর্মি আর্টিলারি ইউনিটের মহড়া : রয়টার্স -

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া সাগরের পূর্ব ও পশ্চিম দিকে সোমবার ১৩০টি আর্টিলারি নিক্ষেপ করেছে। এসব আর্টিলারির কিছু সমুদ্রোপকূলবর্তী শিল্পাঞ্চল এলাকায় পড়েছে। সিউল বলেছে, ২০১৮ সালে কোরিয়া অঞ্চলে উত্তেজনা কমাতে সম্পাদিত আন্তঃকোরিয়া চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আর্টিলারি নিক্ষেপ নিয়ে উত্তর কোরিয়াকে কয়েকবার সতর্ক বার্তা পাঠিয়েছে। তবে উত্তর কোরিয়া এ ব্যাপারে এখনো কিছু বলেনি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে আইসিবিএমসহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটি যুদ্ধবিমান ও আর্টিলারি ইউনিটসহ বিভিন্ন সামরিক কলাকৌশল নিয়ে চর্চা করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রও যৌথ সামরিক মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়ার নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের বিপরীতে এই মহড়ার দরকার ছিল বলে বলেছে সিউল ও ওয়াশিংটন।


আরো সংবাদ



premium cement