২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিক্ষোভের পর চীনের গুয়াংজুতে শিথিল কোভিড-বিধি

-

সরকারের নেয়া কঠোর করোনানীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের রাজধানী গুয়াংজুসহ বিভিন্ন জেলায় করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। গতকাল বুধবার গুয়াংজুসহ হাইঝু, বাইয়িউন, ফানইয়ু, তিয়ানাহে, কংঘুয়া, হুয়াদু ও লিওয়ান জেলায় করোনা বিধি শিথিল করা হয়েছে। কয়েক দিন আগে গুয়াংজুতে কয়েকজন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শহরজুড়ে লকডাউন জারি করে প্রাদেশিক সরকার। রাজধানীতে লকডাউনের আগে প্রদেশের অন্যান্য জেলাতেও লকডাউন চলছিল।
চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর গুয়াংজু একটি বর্ধিষ্ণু শহর। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রবন্দর থাকায় শহরটিতে প্রচুরসংখ্যক অভিবাসী শ্রমিক থাকেন। এ ছাড়া চীনের অধিকৃত অঞ্চল হংকংয়ের সীমান্তবর্তী হওয়ায় এ শহরটির আলাদা গুরুত্বও রয়েছে। এক কোটি ৯০ লাখ মানুষ অধ্যুষিত এই শহরটির বড় অংশই শ্রমিক।


আরো সংবাদ



premium cement